ভিপি নুরের উদ্দেশ্যে…

হান্নান মিয়া
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:১৪,অপরাহ্ন ২৩ সেপ্টেম্বর ২০২১
নতুন দল গঠন করছেন সাবেক ভিপি নুর। দেখা যাক জনমনে কি আবেদন ফেলতে পারেন। প্রকৃত অর্থে সরকারি দল একটি কার্যকর বিরোধী দল চায়। গনতন্ত্রের স্বার্থে আজকে একটি জাতীয় পত্রিকায় দেখলাম তিনি বলছেন, উপজেলা চেয়ারম্যানরা অশিক্ষিত তাদেরকে শিক্ষিত ইউএনও’রা মানবে কেন? উক্তিটি কি প্রেক্ষাপটে কি বিবেচনায় করেছেন?
যেখানে বাংলাদেশের অনেক সংসদ সদস্য উচ্চ শিক্ষিত নয়। তাদের পিএসরা কিন্তু শিক্ষিত। তাহলে তারা মানবে কেন? মানা না মানার প্রশ্ন কিন্তু শিক্ষার উপর নির্ভর করে নয়। রাষ্ট্র চলে একটি সাংবিধানিক নিয়মে।চেয়ারম্যানরা হলেন জনপ্রতিনিধি তারা নির্বাচিত। সচিবরা হলেন রাষ্ট্রের কর্মচারি (কেউ কেউ নিজেকে কর্মকর্তা ভাবেন )পাশ্চাত্য সমাজে সবাইকেই রাষ্ট্রের চাকর হিসাবে গন্য করা হয়। তারা জনগনের টেক্সের টাকায় নিয়োজিত সদা সার্ভিসের জন। আমরা যখন কোন অফিসে যাই তখন সার্ভিস প্রত্যাশি (জনগনকে) তারা স্যার বলে সম্বোধন করেন, তাদেরকে স্যার বললে তারা মাইন্ড করেন,আমাদের দেশে কিন্তু এর পুরো উল্টোটাই পরিলক্ষিত হয়।
যদি শিক্ষিত জনপ্রতিনিধিদের দেখতে চান তাহলে সংসদ এবং স্হানীয় সরকার প্রতিনিধি আইন সংশোধন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পর্যন্ত করতে হবে। সংসদ, উপজেলা চেয়াম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান এবং সিটি কর্পোরেশনের মেয়রদের বেলায়। ইউনিয়ন পরিষদের বেলায় ডিগ্রি না হলেও নুন্যতম এইচএসসি পর্যন্ত হতে হবে। সদস্যদের বেলায় এসএস সি হলেও টিক হবে বলে মনে করি। তাহলে জনগন সত্যিকার অর্থে ভালো সেবা পাবে বলে মনে করি। তখন আর সচিবদেরও আর উস-কুস থাকবে না যে আমি শিক্ষিত হয়ে অশিক্ষিত চেয়াম্যানকে কি করে স্যার বলি।
স্যার তাকে বলতেই হবে, মানতেই হবে, তিনি জনপ্রতিনিধি তিনি জনগনের দ্বারা নির্বাচিত। আর তিনি জনগনের চাকর। আব্রাহাম লিংকনের অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল এখনও গনতন্ত্রের সর্বোচ্চ সংজ্ঞা। এখানে হেডম দেখানোর কোন সুযোগ নাই। এটি একটি পিপলস রিপাবলিক কোন (মনাকি)রাজতন্ত্রি দেশ নয়। জনগনই রাষ্ট্রর মালিক,রাষ্ট্রের উর্দিদ্বারিরা রাষ্ট্রের কর্মচারী জনগনের সেবক বেতন দ্বারি।
বুঝলেন শিক্ষিত ভিপি নুর সাহেব। আপনারা ক্ষমতায় গিয়ে জনপ্রতিনিধি অধ্যাদেশ পরিবর্তন করুন। তার পরে হেডম দেখান। নইলে জনগনের হেডমেই চলবে।
লেখক
সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী
৩নং পশ্চিম পৈলনপুর ইউপি