মরন ফাঁদ বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক, বাড়ি যাইনি ভয়ে

সরওয়ার আহমেদ চৌধুরী আব্দাল
প্রকাশিত হয়েছে : ১১:৩৬:০৬,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯বিশ্বনাথ–জগন্নাথপুর সড়ক এখন মরন ফাঁদ.! এই সড়ক বিগত তিন বছর ধরে ভাঙ্গা.! এখন ভাঙ্গতে ভাঙ্গতে খন্দকে পরিণত হয়েছে.! কিছুদূর যাওয়ার পর পরই বিশাল বিশাল গর্ত! এর মধ্যে বড় বড় বাস ট্রাক চলছে.! সবচেয়ে বেশী ঝুকি কারের.! গত সপ্তাহে এই রাস্তা দিয়ে বাড়ি গেলাম.! ৬/৭ বার আমার কার গর্তে পড়লো.! আজ ইচ্ছা থাকলেও রাস্তার ভয়ে বাড়ি যাইনি! আগামী ১লা নভেম্বর আমার আম্মার ১ম মৃত্যুবার্ষিকী.!
গ্রামের বাড়িতে দোয়া মাহফিল শিরনী বিতরন কবর জিয়ারত এর জন্য আমাকে যেতেই হবে আগামী বৃহস্পতিবার.! অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাওয়ার কথা.! প্রতিদিন যারা এই রাস্তা দিয়ে চলাফেরা করেন- তারা জীবনের ঝুকি নিয়ে চলেন.! অথচ এই রাস্তা দিয়ে গ্রামের বাড়িতে যান উপজেলা চেয়ারম্যান সহ জেলা/উপজেলা কমিটির বড় বড় নেতারা.! এই রাস্তার কাজ অতীব জরুরী হওয়া স্বত্ত্বেও কেনো কাজ হচ্ছেনা — আমার কাছে বোধগম্য নয়.! সরকারের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি.! ( এই রাস্তা নিয়ে আগেও বেশ কয়েকবার লিখেছি কোন কাজ হয়নি..!) ফটো ক্রেডিট– স্নেহাস্পদ এডভোকেট জয়জিৎ আচার্য্য।(তাকেও গ্রামের বাড়ি এই রাস্তা দিয়েই যেতে হয়)