মাদার বাজার মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সুরমা নিউজ
প্রকাশিত হয়েছে : ১২:০২:০৭,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯বৃহত্তর বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী মাদার বাজার এফ.ইউ সিনিয়র মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে বৃহস্পতিবার ৭ নভেম্বর মাদরাসার কনফারেন্স হলে প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক হযরত মাও. আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরীর সভাপতিত্বে ও সদ্যস সচিব মাওলানা মুহাম্মদ আলীর পরিচালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবীদ ও গবেষক অত্র মাদরাসার অধ্যক্ষ ড. মুফতি সৈয়দ শহিদ আহমদ বোগদাদী। উপস্থিত শতাধিক প্রাক্তন ছাত্রবৃন্দে সর্বসম্মতিতে মাওলানা আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরীরকে সভাপতি ও মাওলানা মুহাম্মদ আলীকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি: মুফতি আব্দুর রহমান, সহ-সভাপতি: কাজী মনজুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক : হাফিজ আজিজুর রহমান ফয়ছল, মাওলানা খলকুজ্জামান, অর্থ সম্পাদক: মাওলানা নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক: কাজী আব্দুল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা শ.ম. জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক: হাফিজ কবির আহমদ জাহেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. মহি উদ্দিন গালিব, দপ্তর সম্পাদক: রফিক আহমদ, সহ-দপ্তর সম্পাদক: হাফিজ আরিফ বিল্লাহ, ছাত্রকল্যাণ সম্পাদক: মাওলানা রফিকুল ইসলাম, সহ-ছাত্রকল্যাণ সম্পাদক: মোঃ আব্দুস শহিদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: মাওলানা মুজাম্মিল হোসাইন, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: হাফিজ ফয়ছল আহমদ, কার্যকরী সদস্য: জুবায়ের আহমদ খান, হাফিজ খিজির আহমদ, মাওলানা ছাইফুর রহমান শুভ, মাওলানা আলী আহমদ, মাওলানা আব্দুল আজিজ লতিফী, তোফায়েল আহমদ।
সভায় ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রব, ড. মুফতি সৈয়দ শহিদ আহমদ বোগদাদী, ইফতেখার হোসেন তাহির আলী, মাষ্টার আব্দুর রউফ, হাফিজ রফিক আহমদ, হাফিজ আব্দুর রব।