
মাদ্রাসা শিশুদের যৌন নির্যাতনের অভিযোগে দুই শিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার উক্ত মাদ্রাসার বাবুর্চি মোস্তাফিজুর রহমান বাথরুমে নিয়ে গিয়ে শিশুদের নির্যাতন করে আসছিল। মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম ও হাফেজ মওলানা আবু রিদুয়ানের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে।
শিক্ষার্থীরা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলেও কোন ব্যবস্থা নেননি তারা। অবশেষে স্বজনরা জানতে পেরে বাবুর্চিসহ তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ উক্ত ৩জনকে আটক করে।