মাধবপুরে অনুর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:৪২:৪৫,অপরাহ্ন ১২ মে ২০২২হবিগঞ্জের মাধবপুরে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) বিকেলে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।
উদ্বোধনী খেলায় চৌমুহনী ইনিয়ন পরিষদকে ৫-০ গোলে হারিয়ে নোয়াপাড়া ইউনিয়ন জয়লাভ করে।
একইদিনে দ্বিতীয় খেলায় বুল্লা ইউনিয়ন পরিষদ প্রতিযোগীতায় অংশগ্রহণ না করায় ধর্মঘর ইউনিয়ন পরিষদকে বিজয়ী ঘোষণা করা হয়।
উদ্বোধনী খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলাউদ্দিন, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, চেয়ারম্যান সৈয়দ সোহেল, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি রোকন উদ্দিন ও আইয়ূব খান প্রমুখ।