মাধবপুরে অবৈধ চায়না রিংজাল পুড়িয়ে বিনষ্ট

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:১৩:২৯,অপরাহ্ন ১৯ জুলাই ২০২২হবিগঞ্জের মাধবপুর উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে নদী, বিল ও খালে অবৈধ জালের বিরুদ্ধে এক অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার চায়না রিং চাই জাল জব্দ ও জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস অফিসার ফরিদুল হক।
জানা যায়, উপজেলা মৎস অফিসার ফরিদুল হকের নেতৃত্বে অভিযান চলাকালে আন্দিউড়া ইউনিয়নের হরিশ্যামা এলাকা থেকে ০.০৭২ লক্ষ মিটার চায়না রিং চাই/জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা। জব্দকৃত অবৈধ চায়না রিং চাই/জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস অফিসার ফরিদুল হক বলেন, সরকারের নিষেধ এমন জাল ব্যবহার করে মাছ ধরা যাবে না। জেলেরা অবৈধ জাল ব্যবহার করে বিভিন্ন জাতের মাছ ও মাছের পোনা নষ্ট করছে। সরকারি নিয়ম না মেনে কোনো জেলে মাছ ধরলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।