মাধবপুরে উদ্ধারকৃত তক্ষক সাতছড়ি উদ্যানে অবমুক্ত

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:০৮:১২,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০২২হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে ৫টি উদ্ধারকৃত তক্ষক ও একটি বানর সাতছড়ী জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
গতকাল বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বন বিভাগ কর্মকর্তাদের উপস্থিতিতে সাতছড়ী জাতীয় উদ্যানের তক্ষক ও বানর অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপন ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ হবিগঞ্জ রেঞ্জ এর বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, হিসাবরক্ষক রুপক দেবনাথ,সাতছড়ী বিট কর্মকর্তা মামুনুর রশীদ, তেলমাছড়া বিট কর্মকর্তা নাসির উদ্দীন , জিয়াউল হক রাজু, টিপলু দেব, অনুরঞ্জন অধিকারী প্রমুখ।
এর আগে দুপুরে মাধবপুর থানার এসআই শুভ দে হবিগঞ্জ রেঞ্জ বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী’র নিকট পাঁচটি তক্ষক হস্তান্তর করেন এবং বনবিভাগের একটি টিম শায়েস্তাগঞ্জ থেকে বানরটি উদ্ধার করে।