মাধবপুরে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:১৭:৫৬,অপরাহ্ন ১৪ মে ২০২২হবিগঞ্জের মাধবপুরে জুনাইদ মিয়া (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কলেজ ছাত্র সুবিদপুর গ্রামের আব্দুর আওয়াল এর ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (১৩ মে) রাত আনুমানিক ১১ টায় এক ১৭ বছরের কিশোরী জুনাইদ মিয়ার ছোট ভাইকে ফোন করে বলে তোমার ভাই আত্মহত্যা করেছে এই কথা শুনে তার ছোট ভাই আত্মীয় স্বজন নিয়ে খোঁজাখুঁজি করে উপজেলা বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামের শিশু মিয়ার বাড়ির উত্তর পাশে কাঠ বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। জুনাইদ মিয়া মনতলা সরকারি কলেজে দ্বাদশ শ্রেণি ছাত্র।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করেন জানায় পুলিশ রাতে লাশ উদ্ধার করে। পরে আজ শনিবারে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।