মাধবপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৫:৩৭:১৬,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০২২হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মাধবপুরের ৩ টি কেন্দ্র থেকে বিভিন্ন শ্রেণীর ১ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার ইটাখোলা সিনিয়র মাদ্রাসা, অপরূপা বালিকা বিদ্যালয় ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ বৃত্তি পরীক্ষা শুরু হয় পরীক্ষা শেষ হয় ২৬ নভেম্বর শনিবার।
এসময় পরিক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন, পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক এবং উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, শিক্ষক সাইফুল ইসলাম মির্জাসহ প্রমুখ।
কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলার সভাপতি শাহীন মিয়া জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত বৃত্তি পরীক্ষা কার্যকর ভূমিকা রাখবে। এ পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য ইটাখোলা সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে ৪৭১ জন, অপরূপা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ৫৫৬ জন ও মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ৮০৮ জন পরীক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করছে।