মাধবপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজনকে সম্মাননা

হবিগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:৩৮:৩৬,অপরাহ্ন ০৩ জানুয়ারি ২০২৩হবিগঞ্জের মাধবপুর পৌরসভার প্রাথমিক, মাধ্যমিক কৃতি শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীর মা এবং গুনীজনকে সম্মাননা স্মারক দিয়েছে মাধবপুর পৌরসভা।
মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়াজিত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে অধ্যক্ষ সাইফুল ইসলাম মির্জার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক।
বিশেষ অতিথি ছিলেন, পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফয়সল চৌধুরী, চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, নাসিরনগর সরকারি কলেজের প্রভাষক প্রার্থ প্রতিম সোম, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক এরশাদ আলী, মাধবপুর প্রেসক্লাবের সম্পাদক সাবির হাসান, কাউন্সিলর বাবুল হোসেন, মোবারক উল্লাহ, সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, শংকর পাল চৌধুরী, জুলহাস উদ্দিন রিংকু, শেখ জাহান রনি, নাহিদ হাসান সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক কৃতি শিক্ষার্থী ১৪২ জন, মাধ্যমিক কৃতি শিক্ষার্থী ৬৫ জন, গুণীজন ক্যাটাগরিতে ১৬ জন ও ৭ জন কৃতি শিক্ষার্থীর মাকে সম্মাননা স্মারক প্রদান করেন।