মাধবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্মারক প্রদান

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:৫২:৩১,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২৩হবিগঞ্জের মাধবপুরে প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ও বিনোদ বিহারী মোদক ট্রাস্ট’র সহযোগিতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মনজুর আহ্সান প্রধান অতিথি হিসাবে কৃতি শিক্ষার্থীদেও হাতে সম্মাননা স্বারক ক্রেস্ট তুলে দেন।
শিক্ষক ইকবাল হোসেন ও শুভ্রা রাণী শীলের সঞ্চালনায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউ/পি চেয়ারম্যান আতিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন, প্রধান শিক্ষক মোঃ মুসা মিয়া, ম্যানেজিং কমিটির সদস্য সাবেক প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, অভিভাবক সদস্য মিজানুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মধাব রায়, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মুজাহিদ বিন ইসলাম, শিক্ষানুরাগী সদস্য মনোজ কুমার মোদক, পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ হেলাল মিয়া, শিক্ষক অলিউর রহমান খাঁন, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জুই, গালিবা আক্তার তামান্না প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।