মাধবপুরে গরুর হাটে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:০৪:০৬,অপরাহ্ন ০৬ জুলাই ২০২২কোরবানির ঈদ কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে অস্থায়ী ভাবে ১০ টি গরু বাজার বসানো হয়েছে। ওই সব গরু বাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। কারো মুখে নেই মাস্ক, নেই হ্যান্ড স্যাটিটাইজার। কোথাও কোথাও রাস্তায় গরু রেখে কেনা বেচা করতে দেখা গেছে। এতে করে যান চলাচল হচ্ছে ব্যাহত।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে মাধবপুর উপজেলার মনতলা (তেমুনিয়া) গরু বাজার ও ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে বেশ কিছু গরু উঠলেও ক্রেতা ও বিক্রেতা কারো মুখে মাস্ক দেখা যায়নি। বাজার কমিটির পক্ষ থেকে ছিল না হ্যান্ড স্যানিটাইজার। মাধবপুর- চৌমুহনী রাস্তায় বেশ কিছু গরু রেখে বেচা কেনা করতে দেখা গেছে। নিয়ম অনুযায়ী দৃশ্যমান একাধিক স্থানে সর্ব সাধারণের অবগতির জন্য টোল চার্ট প্রদর্শনের নির্দেশ থাকলেও কোথাও এই রকম টোল চার্ট দেখা যায়নি। একটি গরু থেকে অন্য একটি গরু ১৫ ফুট দূরে রেখে বিক্রি করার নির্দেশ থাকলেও তা শুধু কাগজে কলমে রয়েছে। জাল টাকা শনাক্ত করার জন্য মেশিন স্থাপন, স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা থাকার নিয়ম থাকলেও সে গুলো চোখে পড়েনি। শিক্ষা প্রতিষ্টানের খেলার মাঠ, খেলার মাঠ, রেল লাইন এবং জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের উপর বা সন্নিকটে কোন অস্থায়ী পশুর হাট বসানোর নিয়ম না থাকলেও ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে গরু বাজার বসাতে দেখা গেছে।
এ ব্যাপারে মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে বার্তা পাঠালেও তার কোন ফিরতি উত্তর মিলেনি।