মাধবপুরে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী পালিত

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১২:২১:০৬,অপরাহ্ন ৩১ মে ২০২২হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মে) বেলা ১২টায় উপজেলা হোটেল হাইওয়ে ইন লিঃ এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, বিএনপি নেতা পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব অলিউল্লা, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, আদাঐর ইউনিয়ন চেয়ারম্যান মীর খোরশেদ আলম,সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ,শামসুল ইসলাম মামুন, তাজ উদ্দিন টেনু, কাউন্সিলর বাবুল হোসেন, পৌর বিএনপি নেতা মাসুকুর রহমান মাসুক, ফারুক মিয়া।
অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত উল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মুর্শেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ আহমেদ, সাবেক সভাপতি মুস্তফা কামাল বাবুল,হুসাইন মুহাম্মদ রফিক,আবুল হোসেন, কাউন্সিলর আফজাল পাঠান,আলমগীর কবির, মির্জা ইকরাম, সোহেল মাহমুদ, হাজী রুবেল, জুলহাস উদ্দিন রিংকু, ইয়াছিন তন্ময়, শেখ জাহান রনি,আল আমিন, সুজন পাঠানসহ বিএনপি ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দরিদ্র ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়।