মাধবপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:২৫,অপরাহ্ন ২৩ জুন ২০২২হবিগঞ্জের মাধবপুরে জয়নাল আবেদীন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বহরা ইউনিয়নের জাহের মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলা বহরা ইউনিয়নের বহরা গ্রামে বৃহস্পতিবার (২৩ জুন) ভোররাত আনুমানিক ৫:৩০ মিনিটে জয়নাল আবেদীনের স্ত্রী’র ঘুম ভাঙ্গলে স্বামীকে বিছানায় না দেখতে পেয়ে তার আত্মীয় স্বজন নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজি এক পর্যায়ে স্বামী কে দেখতে পায় বসতঘরের পূর্ব পাশে একটি গাছের ডালের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ ঝুলছে।
এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।