মাধবপুরে দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৮:১৩:১০,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০২২হবিগঞ্জের মাধবপুর দুস্ত শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়ছে।
সোমবার ২৪ জানুয়ারি বিকালে বেজুড়া সার্বিক গ্রাম উনয়ন সমবায় সমিতি লিঃ এর উদ্যোগপ গ্রামের দুস্থদের মাঝে কম্বল বিতরন করেন।
এসময় ১০০ দুস্থদের মাঝে কম্বল হাতে তুলে দেন সমবায় অধিদপ্তরের ১৬৬৮ নং এ নিবন্ধিত সমিতির সভাপতি সাংবাদিক মাহা. অলিদ মিয়া, সাধারন সম্পাদক শ্রী সুভাষ চদ্র দেব, জসীম উদ্দিন, গ্রাম পঞ্চায়েত সভাপতি হাজী মাঃ জিতু মিয়া, জগদীশপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাঃ শাহাব উদ্দিন, সদস্য রিপন মিয়া, প্রাণতোষ দাস, মোঃ জামির মিয়া, হাজী আশকর আলী, মিজানুর রহমান, জাকির মিয়া প্রমূখ।