মাধবপুরে দৈনিক যায়যায়দিন প্রত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:৫৩,অপরাহ্ন ০৬ জুন ২০২২
হবিগঞ্জের মাধবপুরে আলোচনা ও কেক কাটার মাধ্যমে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (০৬ জুন) দুপুর ১২ টায় মাধবপুর প্রেসক্লাবে হল কক্ষে যায়যায়দিন পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি আলাউদ্দিন আল-রনি আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ-সময় প্রেসক্লাবের সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় ও যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল ছাত্তার বেগ, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, কাউন্সিলর বাবুল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, সাবেক আহবায়ক মোঃ আইয়ুব খান, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, সহ-সভাপতি হিরেশ ভট্রাচার্য্য হিরো, সাবেক যুগ্ম সম্পাদক একরামুল আলম লেবু, যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর কবির, উপজেলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী শাহীন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেতা সুজন রায়, মোঃ এরশাদ আলী, হামিদুর রহমান, তোফাজ্জ্বল হোসেন চৌধুরী, এমদাদুল হক সুজন, মোঃ জুলহাস উদ্দিন রিংকু, ইয়াসিন তন্ময়, সহ প্রমুখ।