মাধবপুরে ধান কাটা মেশিনে প্রাণ গেল শিশুর

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:৫৪:১৩,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২২হবিগঞ্জের মাধবপুরে ধান কাটা মেশিনের নিচে চাপা পড়ে (৬) বছরের শামীম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) বিকাল আনুমানিক ৩:৪০ ঘটিকায় এ ঘটনা ঘটে। নিহত শামীম উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের আবুল কালামের ছেলে।
মীরনগর গ্রামের স্থানীয় বাসিন্দা ফয়সল মিয়া জানান, আবুল কালাম স্ত্রী ও ছেলে শামীম সহ হারবেষ্টার মেশিন দিয়ে জমির ধান কাটাতে পার্শ্ববর্তী হাওড়ে যায়। মেশিনের ধান কাটার এক ফাঁকে তার শিশু সন্তান শামীম অসাবধানতায় মেশিনের ধাক্কা লেগে শিশুটির মাথা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।
আন্দিউড়া ইউপির সদস্য (মেম্বার) মিজানুর রহমান ধান কাটা মেশিনের চাপা শিশুর মৃত্যু খবর সত্যতা নিশ্চিত করেন।