মাধবপুরে নবজাতকের লাশ উদ্ধার

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:২৪:১৩,অপরাহ্ন ১৩ জুন ২০২২হবিগঞ্জে মাধবপুরে খালের পানিতে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জুন) বিকেলে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের একটি কবরস্থানের রাস্তার পাশে খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা খালের পানিতে নবজাতকের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করেন জানান, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে পাঠানো হয়েছে।