মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ১:৩৯:৩১,অপরাহ্ন ০১ জুন ২০২২হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে আরশি (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। সে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ পাড়ার আমির আলীর কন্যা সন্তান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৯ টায় শিশু আরশী ঘরের বাহিরে খেলা করছিল তার মা তখন ঘরে কাজ করছি। কিছুক্ষণ পর শিশু মা শিশুর কোন সাড়া শব্দ না পেয়ে খোজাখুজি শুরু করে।
চারদিকে খোঁজ করে শিশুকে না পেয়ে তার মা অস্থির হয়ে যান। ফেরদাউস নামের এক যুবক বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে ওই সময় যুবকের পায়ে শিশু আরশী মৃত দেহের অস্তিত্ব টের পায়।
পরে শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুর্বণা আরশীকে মৃত বলে ঘোষণা দেন।