মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৬:১৩:৫৪,অপরাহ্ন ০৪ আগস্ট ২০২২হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নির্দেশে মাধবপুর থানার ট্রিম বিশেষ অভিযান পরিচালনা করে মাদক, চুরি, ডাকাতি, সিআর, জিআর মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ১৫ জন আসামিকে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে তিনি আরও জানান, মাদক, চুরি, ডাকাতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।