মাধবপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৪:১০:৫৩,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২৩হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (৭২) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (০৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ধর্মঘর ইউপি’র সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান গার্ড অফ অনার এবং তার মরদেহে পুষ্পমাল্য অপূর্ণ করেন। এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে।
এতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনাম খান, ধর্মঘর ইউপির মুক্তিযোদ্বা কমান্ডার তৈয়ব আলী, মুক্তিযোদ্ধা মোকসুদ আলী, ধর্মঘর ইউপি সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল বর্তমান চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পারুল সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বুধবার ভোররাতে বার্ধক্য জনিত কারণে সিরাজুল ইসলাম নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।