মাধবপুরে মুক্তিযোদ্ধা স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৪:৪২:৩৯,অপরাহ্ন ২২ ডিসেম্বর ২০২২প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূইয়া (৮০) মৃত্যুর ৪ ঘন্টা পর মারা গেলেন স্ত্রীও। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূইয়া কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূইয়ার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে তার স্ত্রী আনোয়ার বেগম (৭০) মারা যান। উপজেলা চৌমুহনী ইউনিয়নের হাসিনাবাদ গ্রামের এ ঘটনা ঘটে।
বিকেলে ৪টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম ভূইয়াকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন।
এ-সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, আ’লীগ নেতা রহমআলী, মুক্তিযোদ্ধা কাজী করিব উদ্দিন, এলাকা রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।