মাধবপুরে ১৯৭ কেজি ভারতীয় চুলসহ আটক-২

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৯:১২:৩৯,অপরাহ্ন ২৭ জুন ২০২২হবিগঞ্জের মাধবপুরে ১৯৭ কেজি ভারতীয় চুলসহ ২ জনকে আটক করেছে বিজিবি। সোমবার (২৭ জুন) ভোর রাতে উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার বাবুল আক্তার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল হরিণখোলা এলাকার দেওগাঁও আজিজিয়া মাদ্রাসার পাশে অভিযান পরিচালনা করে একটি পিকআপে করে অবৈধভাবে পাচার এর সময় ৮টি বস্তায় ১৯৭ কেজি ভারতীয় চুল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। আটককৃতরা আন্দিউড়া ইউনিয়নের বার চান্দুরা গ্রামের মৃত কাচন আলী’র ছেলে মোঃ হানিফ মিয়া (৩৪) এবং তেলিয়াপাড়া চা বাগানের স্বদেশ পানের ছেলে রাজন পান (২২) কে আটক করা হয়।
বিজিবি হবিগঞ্জ (৫৫) ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সামিউন্নবী চৌধুরী জানান- আটককৃত পিকআপ ও পাচারকারী মালামালসহ মাধবপুর থানায় সোর্পদ করা হয়েছে। এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুর রাজ্জাক সততা নিশ্চিত করেন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।