মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:২৬:৫০,অপরাহ্ন ২৮ জুলাই ২০২২হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে কেন্দ্রীয় ছাত্রলীগ বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে।
জানা যায়, মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক উজ্জ্বলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৮ মার্চ ২০২১ সালে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
বুধবার (২৭ জুলাই) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তির ঘোষণা করে হৃদয় পাঠান উজ্জ্বল এর বহিষ্কার আদেশ প্রত্যাহারের বিষয়ে জানানো হয়।
এ বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বল বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, ঈর্ষান্বিত হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে আমার প্রতিপক্ষরা আমাকে অতি জনপ্রিয় মনে করে আমার সাথে বিগত পৌর ছাত্রলীগের সম্মেলন ও উপজেলা ছাত্রলীগের সম্মেলনে নেতা হতে না পেরে আমার বিরুদ্ধে সব সময় সড়যন্ত্র করেছে। আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে।