মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাধবপুর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:৩২:১৪,অপরাহ্ন ২৫ জানুয়ারি ২০২২হবিগঞ্জের মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে অসহায় ও এতিম মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এতে বিভিন্ন এলাকার মাদ্রাসার ৫০ জন এতিম ও অসহায় ছাত্রদের শীতবস্ত্র দেয়া হয়। সেক্রেটারি সাব্বির হাসান জানান, উপজেলা প্রশাসন থেকে প্রাপ্ত কম্বলগুলো তারা এতিম শিশুদের মাঝে বিতরণ করে দেন।
এ-সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাব সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, আয়ুব খাঁন, সহ-সভাপতি হিরেশ ভট্রাচার্য্য, সাবেক সম্পাদক অলিদ মিয়া, বাজীব দেব বায় রাজু, সাবেক সম্পাদক মিজানুর রহমান, কে এম সামসুল হক, বিল্লাল খান, যুগ্ম সম্পাদক আলমগীর কবীর, একরামুল আলম লেবু, ইলিয়াস কাঞ্চন তানহা প্রমুখ।