মালয়েশিয়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

সুরমা নিউজ ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২:৩০:৪৯,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০১৯মালয়েশিয়ায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আলমগীর প্রধানিয়া (২৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (৪ নভেম্বর) রাতে মারা যান তিনি।
আলমগীর প্রধানিয়ার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের প্রধানিয়া কান্দিতে। তিনি ওই গ্রামের মৃত নুরুল হক প্রধানিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত চার বছর আগে আলমগীর জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান। গত এক সপ্তাহ আগে ডেঙ্গু রোগে আকান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ নভেম্বর) রাতে মারা যান তিনি।