মিডলেন্ডস (ইউকে) খেলাফত মজলিসের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

আ ফ ম শুয়াইব
প্রকাশিত হয়েছে : ৭:৩৪:৩১,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯বাংলাদেশে নিরীহ মুসলমানদের উপর পৈশাচিক হামলা করে ৪ জন শহিদ করার তীব্র নিন্দা। গতকাল সোমবার খেলাফত মজলিস মিডলেন্ডস শাখার নির্বাহী বৈঠক শাখা সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারী সৈয়দ কবির আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম।
বক্তব্য রাখেন বার্মিংহাম শাখার সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবির, মিডলেন্ডস সহ সাভাপতি মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব মুফিদুল গনি মাহতাব, বার্মিংহাম সহ সভাপতি আলহাজ্ব খছরু খান, সেক্রেটারী আ ফ ম শুয়াইব, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাবীবুর রহমান, মাওলানা অলিউর রহমান, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আনছার উদ্দীন, আলহাজ আব্দুল গনি, মাওলানা ফেরদাউস হুসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মুহাম্মদ সুহেল আহমদ। বক্তারা গত পরশু বাংলাদেশে মহানবী স: এর বিরুদ্ধে কুরুচী পুর্ন লেখার জন্য একজন হিন্দুর বিচার না করে প্রতিবাদী মানুষের উপর হামলা করে আয়ামিলীগ তার ইসলাম বিদ্দেশেরই পরিচয় দিয়েছে। এবং ভারতের সাথে চুক্তি করে দেশ বিক্রির ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানানো হয়।