মিরসরাই সমাজকল্যাণ পরিষদের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ২:৪৯:৪৬,অপরাহ্ন ১৪ জুলাই ২০২২মিরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা মিরসরাই সমাজ কল্যাণ পরিষদের ঈদ পুণর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে উপজেলার মিরসরাই সদর ইউনিয়নস্থ নুর জাহান কমিউনিটি সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের মোজাম্মেল হোসেন মেজবাহ ও কাউসার হোসেনের যৌথ সঞ্চালনায় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সালাউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনতা শিপিং লিমিটেডের এমডি জাহেদ উল্যাহ চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ওয়াহিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান ও প্রধান বক্তা হিসেবে মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তি নীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, স্বাস্থ্য এসোসিয়েশন শাখার সভাপতি কাজী সাইফুল ইসলাম, মিরসরাই পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন, ৮নং দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম উল্যাহ, দৈনিক প্রথম আলোর সহকারী ব্যবস্থাপক সেলিম উদ্দিন রিয়াদ, মিরসরাই নিউজ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মিরসরাই প্রতিনিধি এম আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মফিজুল ইসলাম মিল্টন, বাংলাদেশ বয়লার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাউল করিম, চট্টগ্রাম বয়লার এসোসিয়েশনের সভাপতি সালাউদ্দিন রাসেল, সংগঠনের প্রধান উপদেষ্টা মেজবাহ উদ্দিন মাসুম, উপদেষ্টা কামরুজ্জামান, আকাশ রহমান, দিদারুল আলম ভূইয়া, পৃষ্ঠপোষক আব্দুল হান্নান, সমাজ উন্নয়ন সংস্থা রক্তিম পরিবারের সাবেক সভাপতি বাহাউদ্দীন আকিব, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দীন মোহাম্মদ, অদম্য যুব সংঘের সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ সাজেদ, হিতকরীর সাবেক সভাপতি শহিদুল ইসলাম রয়েল প্রমুখ।
পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ১০ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতির পক্ষ থেকে সংগঠনের ০৫ জন সদস্যকে সাংগঠনিক কাজের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে ইছাখালী ইউনিয়নের একজন শারীরিক প্রতিবন্ধী ও মিঠানালা ইউনিয়নের একজন লিভার ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আর্থিক অনুদান প্রদান করা হয়।