মিরসরাই সমিতি কাতারের উদ্যোগে সংবর্ধনা

মিরসরাই প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৭:৩০:৪৬,অপরাহ্ন ২৭ নভেম্বর ২০২২মিরসরাই সমিতি কাতারের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিতরা হলেন মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দৌহিত্র ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেলের পুত্র সায়মন বিচ রিসোর্টের পরিচালক দারিউস ফারিস রহমান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
শনিবার (২৬ নভেম্বর) কাতারের ওল্ড গানিম ম্যাজিস্টিক হোটেলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান সমিতির সভাপতি নুরুল আবছার বাবুলের সভাপতিত্বে ও সহ-সভাপতি নুরুল হুদা বাবুল এবং সাধারণ সম্পাদক এন কে টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীরর ফিরিঙ্গি বাজার ৩৩ নং ওয়ার্ড কমিশনার হাসান মুরাদ বিপ্লব, চট্টগ্রাম সমিতির উপদেষ্টা এসএম ফরিদুল হক, কাতার বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আলম, মিরসরাই সমিতি কাতারের উপদেষ্টা নুরুল করিম মানিকসহ আরো অনেকেই।
এসময় সমিতির সাধারণ সম্পাদক এন কে টিপু ও সমিতির সহ-সভাপতি শাহাদাত হোসেন সাহেদ সংবর্ধিত সায়মন বিচ রিসোর্টের পরিচালক দারিউস ফারিস রহমান এবং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।