মিলাদুন্নবী সাঃ উপলক্ষে বোয়ালজুড় মাদরাসার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা

মোঃ আব্দুস শহিদ
প্রকাশিত হয়েছে : ১১:০৫:০০,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০১৯সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালজুড় শাহ মকসুদ শাহ মনির উদ্দিন রহঃ হাফিজিয়া দাখিল মাদরাসার উদ্যোগে ৩০ অক্টোবর বুধবার রেলী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সুপার হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ চৌধুরী, সহ সুপার মাওলানা কবির আহমদ সিদ্দিকী, শিক্ষক মাওলানা আব্দুল লতিফ জামালী, মাওলানা আব্দুর রহিম খান, মাওলানা খলিলুর রহমান, হাফিজ মাওলানা মাহবুব তফাদার, কারী রফিক আহমদ, আব্দুর রশিদ, মুজিবুর রহমান, মাওলানা ফয়সল আহমদ, বোয়ালজুড় বাজার জামে মসজিদের ইমাম মাওলানা সুলতান আহমদ, মুয়াজ্জিন ছালামীন, বোয়ালজুড় ঈদে মিলাদুন্নবী সাঃ বাস্তবায়ন কমিটির সভাপতি কারী আখতারুল ইসলাম, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব (বালাগঞ্জের প্রথম প্রেসক্লাব-১৯৮৪) এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুস শহিদ, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য ইকবাল আহমদ, মুজিবুর রহমান ছারওয়ার, শাহ রুবেল আলী, মাছুম বিল্লাহ, জহুরুল ইসলাম, আব্দুল বাসিত, রাহিম আহমদ, কবির আহমদ, ছালামিন আহমদ, জাহেদ আহমদ, আল আমিন, আব্দুল কাইয়ুম, শামীম আহমদ প্রমূখ।