মুত্তাকীরাই রাসূলের সাথে জান্নাতে থাকবে : সিলেটে আল্লামা আরশাদ মাদানী

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:১২,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯দারুল উলূম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস, জমিয়তে উলামায়ে হিন্দের আমির, আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ আরশাদ আল মাদানী বলেছেন, মুসলমান ইয়েমেনে থাকুক, বা মদীনায় থাকুক, আমেরিকায় থাকুক কিংবা বাংলাদেশে থাকুক সে যদি মুত্তাকী তথা খোদাভীরুতা অবলম্বন করে জীবন যাপন করে চলতে পারে তবেই সে জান্নাতে রাসূল (সা.) এর সাথে থাকবে।
বয়ানে আল্লামা আরশাদ মাদানী হযরত মুয়াজ ইবনে জাবাল রা. এর গভর্ণর হয়ে ইয়েমেনে যাওয়ার ঘটনার বর্ণনা করেন। তিনি শুক্রবার বাদ মাগরিব জৈন্তাপুর উপজেলার দরবস্তবাজারস্থ আল মনসুর মাদরাসা মাঠে আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বয়ানে এ কথা বলেন।
এর আগে আল্লামা আরশাদ মাদানী সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজে ইমামতি করেন এবং নামাজ শেষে বয়াত করান।