মেয়র আরিফের সাথে দেখা করলেন জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:৩৮,অপরাহ্ন ০২ নভেম্বর ২০১৯ক্ষুব্ধ আরিফের সাথে সাক্ষাৎ করেছেন নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ । কেন্দ্রীয় বিএনপি নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে যুবদল কে সুসংগঠিত করতে মেয়রের পরামর্শ সহযোগিতা কামনা করেন। এসময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মেয়রের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময়উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, সদস্য সচিব মকসুদ আহমদ সহ জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ।
উল্লেখ্য, সিলেটে জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠন নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে। শুক্রবার জেলা ও মহানগর আহ্বায়ক কমিটি গঠনের পরপরই যুবদল ও বিএনপি নেতাদের মধ্যে এ ক্ষোভ দেখা দেয়। এ নিয়ে শুক্রবার রাতে নগরীর কুমারপাড়া এলাকায় সভা করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
সভায় বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী দলীয় পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
ওই সভা সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সভায় বিএনপির ও যুবদলের অবমূল্যায়িত নেতাকর্মীরা দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলে তাদের থামিয়ে দেন কেন্দ্রীয় নেতারা। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মেয়র আরিফুল হক চৌধুরী ও ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী সিদ্ধান্ত নেন তারা নিজেরাই দলের কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করবেন।