মৌলভীবাজারে অভিযোগকারীরা পেলেন ২ হাজার টাকা পুরস্কার

স্বপন দেব, মৌলভীবাজার:
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:৫৩,অপরাহ্ন ২৩ অক্টোবর ২০১৯মৌলভীবাজারের সদর উপজেলার বিশ্বরোড, শেরপুর, ঢাকা রোড, আফরোজগঞ্জ বাজার এলাকার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুর ২ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শেরপুর ফাঁড়ির পুলিশ ফোর্স ।
অভিযানকালে মো: রুমেল মিয়া ও আব্দুল মালিক নামক দুইজন অভিযোগকারীর অভিযোগ তাৎক্ষনিক আমলে নিয়ে ঢাকা রোড ও আফরোজগঞ্জ বাজারে অবস্থিত মূল্য তালিকায় উল্লিখিত মূল্যের চেয়ে পিঁয়াজের দাম অতিরিক্ত নেওয়ায় বিশ্বজিৎ ভেরাইটিজ ষ্টোরকে ৪ হাজার এবং জয়গুরু ভেরাইটিজ ষ্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং অভিযোগকারীগণকে জরিমানার ২৫ ভাগ টাকা ১,০০০ টাকা করে দুজনকে ২,০০০ টাকা প্রদান করা হয়।
এছাড়া অভিযানকালে বিশ্বরোডে অবস্থিত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করার অপরাধে জনতা হোটেলকে ৩ হাজার টাকা, শেরপুর মোড়ে অবস্থিত রসমেলাকে প্রসাধনীর গায়ে নিজেরা অতিরিক্ত মূল্য লিখে বিক্রয় করার অপরাধে ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়েছে।