মৌলভীবাজারে কলেজছাত্রীকে ছুরিকাঘাত, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি :
প্রকাশিত হয়েছে : ১:৫২:০০,অপরাহ্ন ১০ নভেম্বর ২০১৯
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক কলেজছাত্রীকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে বলে জানা গেছে। শনিবার দুপুর ২টার দিকে উপজেলার চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ওই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মাসুম মিয়া নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। মাসুম রাজনগর উপজেলার বাসিন্দা।
রাজনগর থানার ওসি আবুল হাশিম জানান, ওই ছাত্রী স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন। চলতি বছরের এপ্রিলে উত্ত্যক্তের অভিযোগে মাসুমের বিরুদ্ধে একটি মামলা করেন ওই ছাত্রী। মামলার পর থেকে মাসুম পলাতক ছিলেন।
ওসি আরো জানান, শনিবার ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি যাওয়ার পথে মাসুম তার পথ আটকান। এ সময় মামলা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই ছাত্রীকে ছুরিকাঘাত করেন মাসুম। ঘটনার পরপরই স্থানীয় লোকজন মাসুমকে আটক করেন। পরে মাসুমকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মাসুমের বিরুদ্ধে একটি মামলা করা হবে।