মৌলভীবাজারে গাঁজা সেবনের শাস্তি দশদিনের কারাবাস

স্বপন দেব, মৌলভীবাজার:
প্রকাশিত হয়েছে : ৬:২২:৪০,অপরাহ্ন ২৪ অক্টোবর ২০১৯
মৌলভীবাজারে গাঁজা সেবনের কারণে তোফাজ্জল হোসেন তমাল (২০) নামে এক গাঁজা সেবীকে ১০ দিনের কারাবাস দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরের কালেঙ্গা বাজার থেকে তাকে আটক করা হয়েছিল। মৌলভীবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আসামীকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউন হুসনা এর কাছে উপস্থাপন করলে নির্বাহী হাকিম এ দন্ডাদেশ দেন। আটক তোফাজ্জল মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী গ্রামের জাকির হোসেনের ছেলে।
মৌলভীবাজার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক এমদাদ উল্লাহ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কালেঙ্গা বাজারে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তোফাজ্জলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাবাসের দন্ড দেন।