মৌলভীবাজারে ফের বন্যার পানি বৃদ্ধি: ভোগান্তি চরমে

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:৪৫:৪০,অপরাহ্ন ০১ জুলাই ২০২২উজানে টানা ভারী বর্ষণের ফলে মৌলভীবাজার জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় আবারও বন্যার পানি বৃদ্ধি পেয়েছে।
বন্যা কবলিত এলাকা ও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় কুশিয়ারা, ফানাই, আন ফানাই, কন্টিনালা ও জুড়ী নদী দিয়ে ঢল নেমে বিস্তৃর্ণ এলাকায় বন্যার পানি বাড়ছে। দীর্ঘস্থায়ী বন্যায় এসব এলাকার পানিবন্দি মানুষের চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। বন্যার কারণে যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পরেছে।
সরকারি হিসেবে ২ লক্ষ ৬৫ হাজার মানুষ এখনও পানিবন্ধি রয়েছেন। দীর্ঘদিন লক্ষাধিক মানুষের বাড়ি-ঘর বন্যার পানির নীচে তলিয়ে থাকায় সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। যা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্গত এলাকায় স্যানিটেশন, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দুর্গত লোকজনের জন্য এ পর্যন্ত পাওয়া সরকারি বেসরকারি ত্রাণ সামগ্রী প্রয়োজনের তুলনায় অনেক কম বলে ভোক্তভোগী মানুষ দাবি করেছেন। প্রায় ১৫-২০দিন ধরে পানিবন্দি হাত পায়ে নানা ধরনের চর্ম রোগসহ ডায়রিয়া, ডিসেন্টি দেখা দিয়েছে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজনের পানিবাহিত রোগ দেখা দিয়েছে। সব মিলিয়ে ৩টি উপজেলার লাখ লাখ মানুষ চরম ভোগান্তি রয়েছেন।