মৌলভীবাজারে বিজয় দিবস উপলক্ষে ঘোড়া দৌড় প্রতিযোগিতা

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ৬:০৫:২৭,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০২২মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহরে এধরনের আয়োজন উপভোগ করতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে উৎসবে পরিনত হয় স্টেডিয়াম মাঠ। প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী ঘোড়াকে বিভিন্ন নামে ডাকা হয়।
এর মধ্যে হলো,জয়বাংলা, লালু পাগলা, রঞ্জিত বাচ্চা, দুই ভাইয়ের মায়া, ভাগের বাচ্চা,গরিবের বন্ধু,বাংলা ভাই, আমার স্বপ্ন,মায়ের আদেশ, সোনার ময়না, মকুট রাজা, দোয়েল পাাখি,কালারাজা, দিলদেওয়ানা,সোনারতরী,ময়না,রুপসী বাংলা,পাখি বাদশা,শুভরাজ,মামু ভাগনা ইত্যাদি। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীতায় মোট ৪৬টি ঘোড়া অংশ গ্রহন করে।
ঘোড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি মৌলভীবাজার ৩-আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন।
বিজয় দিবসের মহান দিনটিকে উৎসবমূখর করতে প্রতি বছরের মত এবারও এ ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।