মৌলভীবাজারে শব্দদূষণ বিরোধী অভিযান, জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:২৯:২৪,অপরাহ্ন ১১ জানুয়ারি ২০২৩মৌলভীবাজারে শব্দদূষণ বিরোধী অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা ও ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার নাহার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।
পরিবেশ অধিদপ্তরের মৌলভীবাজার সূত্র জানায়, শব্দদূষণ রোধে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ৩ যানবাহনকে ৭ হাজার টাকা জরিমানা ও ৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫ এর ধারা ১৫ এর উপধারা (২) অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম, পরিদর্শক মো. নূরুল আমিন প্রধান, ডাটা এন্ট্রি অপারেটর স্বপন কুমার দাস উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাঈদুল ইসলাম বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।