মৌলভীবাজারে শেখ রাসেলের জন্ম বার্ষিকী উদযাপিত

স্বপন দেব, মৌলভীবাজার:
প্রকাশিত হয়েছে : ৯:০২:৩০,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০১৯
মৌলভীবাজারের জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি মৌলভীবাজারের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।
নুসরাত খানম নওশীনের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব মোহাম্মদ রোকন উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান, আওয়ামী লীগের সহ-সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ অপূর্ব কান্তি ধর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মামুনুর রশীদ। এর আগে শিশু-কিশোরদের মধ্যে অনুষ্ঠিত হয় চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। আলোচনাসভার পরে শিশুরা শেখ রাসেলকে নিয়ে সংগীত পরিবেশন করে। পরে প্রধান অতিথি শিশুদেরকে নিয়ে কেক কাটেন এবং অনুষ্ঠানে উপস্থিত তিন শতাধিক শিশুকে নিজ হাতে কেক খাইয়ে দেন।