মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:১৯:৩৬,অপরাহ্ন ১৪ ডিসেম্বর ২০২২মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী মিনহাজ উদ্দিন নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার এলাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। মিনহাজ উদ্দিন জুড়ী উপজেলার আব্দুল গফুর মিয়ার ছেলে।
জড়ী থানার এসআই ফরহাদ মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে মিনহাজ(২০) ও তার ফুফাত ভাই মোটরসাইকেল যোগে মাধবকুন্ড যাবার পথে এলাপুর এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট নিয়ে যার পথে তিনি মারা যান।
তিনি আরো জানান পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মিনহাজের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।