মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:৩৯:৩৮,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০১৯মামার বাড়ি বেড়াতে এসে সড়কে প্রাণ গেলো ভারতীয় নাগরিক তপতী দত্তের। মৌলভীবাজার কুলাউড়া সড়কের গোবিন্দবাটি পেট্রল পাম্পের কাছে সিএনজি চালিত দু’টি ফোর স্টকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তপতী দত্ত (৪৫) মারাত্নক আহত হন। আহত অবস্থায় তাকে সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত বুধবার (২৩ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার কুলাউড়া সড়কের গোবিন্দবাটি পেট্রল পাম্পের কাছে সিএনজি চালিত দু’টি ফোর স্টকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তপতী (৪৫), লিপি ভট্টাচার্য (৪৬) ত্রয়ী ভট্টাচার্য (১২) এ তিনজন আহত হন। আহত অবস্থায় তাদের সিলেট পার্ল ভিউ প্রাইভেট মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তপতীর মৃত্যু হয়।
তাদের স্বজন শিবু ভট্টাচার্য জানান, তপতী ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের বুড়িয়া এলাকার সৌমেন দত্তের স্ত্রী। বিগত দুর্গাপূজার আগে তপতী দত্ত প্রথমবারের মত বাংলাদেশে তার মামার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা বাজার এলাকার আশুতোষ দত্তের বাড়িতে বেড়াতে আসেন। পরিকল্পনা ছিল কালিপূজো শেষ করে ভারতে ফিরবেন।
ঘটনার সত্যতা স্বীকার করে রাজনগর থানার অফিসার ইনর্চাজ আবুল হাশেম জানান, তার মৃত্যুর খবর ভারতীয় হাইকমিশনারে জানানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হবে।