মৌলভীবাজার পৌরসভার ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৫:৫৫:২৫,অপরাহ্ন ২৬ জুন ২০২২মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে ৩ মাসব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ জুন) দুপুর ১২টার দিকে পৌরসভার পুকুর পাড়ে বৃক্ষ রোপনের মাধ্যমে তিন মানব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
সময় উপস্থিত ছিলেন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী নকিবুর রহমান, পৌরসভার চার বারের কাউন্সিলর নাহিদ হোসেন,কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, কাউন্সিলর ফয়সল আহমদসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।
এসময় মেয়র ফজলুর রহমান বলেন, পৌরসভার বিভিন্ন সড়কে তিন মাস ব্যাপী বিশ হাজার চারা গাছ রোপন করা হবে।