যুক্তরাজ্য জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

ফয়সল মাহমুদ
প্রকাশিত হয়েছে : ১০:০৭:১৫,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০১৯জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি কে মুছে ফেলার চেষ্টা করেছিল ষড়যন্ত্রকারীরা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা অগণিত অসংখ্য। তাই ষড়যন্ত্র ও নেতাদের হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না । ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
যুক্তরাজ্য জাতীয় চার নেতা পরিষদের উদ্যোগে গতকাল পূর্ব লন্ডনের মাক্রকো বিজনেস সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি এডভোকেট শাহ ফারুক আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম শামীমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।আলোচনা সংভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান ডা: ফয়জুল ইসলাম। সহসভাপতি আফজাল হোসেন সিদ্দিক মিয়া,যুক্তরাজ্য আওয়ামীলীগের সহসভাপতি হরমুজ আলী,সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী,সম্পাদক মন্ডলীর সদস্য আসম মিসবা,টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি স্পীকার আহবাব হোসেন এবং ৭৫ সনের ৩রা নভেম্বর নৃশংস জেল হত্যায় নিহত তৎকালীন প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর দৌহিত্র রিপন সেলিমসহ অনেকে।