যে কারণে আটকে গেল ওসমানীনগর পৌরসভা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৩:১০:৫৭,অপরাহ্ন ২২ অক্টোবর ২০১৯নামকরণের বেড়াজালে আটকে আছে ওসমানীনগর পৌরসভা ঘোষণা। স্থান নির্ধারণ নিয়ে উপজেলার দুই বাজার গোয়ালাবাজার ও তাজপুরের মধ্যে জটিলতা ও স্থানীয় নেতাদের অসহযোগিতার কারণে ঘোষণা করা হয়নি পৌরসভা।
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী সুরমা নিউজ ডট নেটকে বলেন, ২০১৪ সালে জাতীয় সংসদে আমি প্রথম যে দাবী করেছিলাম তা ছিল বিশ্বনাথ ও ওসমানীনগর পৌরসভা। তার পর অনেক বাঁধার সম্মুখীন হয়েছি। বিশ্বনাথ পৌরসভা ঘোষণা করা হলে আটকে রইলো ওসমানীনগর। তার কারণ নামকরণ জটিলতা ও স্থানীয় নেতাদের রশি টানাটানি। তাদের সহযোগীতা থাকলে বিশ্বনাথের পাশাপাশি ওসমানীনগর পৌরসভার নাম একই সময়ে ঘোষণা করা হতো।
গতকাল ওসমানীনগরের পাশ্ববর্তী বিশ্বনাথকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা যায়, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে ১৯৯৯ সালে তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্দেশে ওসমানীনগরকে পোউরসভায় উন্নীত করার কাজ শুরু হয়। এর অংশ হিসেবে সীমানা নির্ধারণ, প্রশাসনিক কার্যক্রমের আনুষঙ্গিক রোডম্যাপ তৈরী প্রাথমিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়াদি গুছিয়ে আনা হয়। কিন্তু সব প্রক্রিয়া চুড়ান্ত হলেও দীর্ঘ ২০ বছরেও পৌরসভার সুযোগ সুবিধা ভোগ করতে পারেনি এ অঞ্চলের মানুষ।