রবিবার থেকে ওসমানীনগরে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট

সুবের আহমদ :
প্রকাশিত হয়েছে : ৪:৫৯:০৪,অপরাহ্ন ১২ মে ২০২২কয়েক বছরের ধারাবাহিকতায় আগামী রবিবার (১৫ মে) থেকে ওসমানীনগরে মাঠে গড়াচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক অনূর্ধ্ব ১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা।
রবিবার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মঙ্গলচন্ডী নিশীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন বনাম ২নং সাদীপুর ইউনিয়নের মধ্যকার উদ্বোধনী খেলার মধ্য দিয়ে শুরু হচ্ছে উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে টুর্নামেন্টের গোড়া পত্তন।
টুর্নামেন্টের উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা।
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটি মহৎ উদ্যোগ হচ্ছে বাচ্চাদেরকে খেলাধুলায় আকৃষ্ট করা, তারই অংশ হিসেবে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ) নামকরণ করে তৃণমূল থেকে ক্ষুদে ফুটবলার বের করে আনা।