রাজনগরে সৎ বাবার লালসার শিকার মেয়ে

স্বপন দেব, মৌলভীবাজার:
প্রকাশিত হয়েছে : ৮:৩২:৪৯,অপরাহ্ন ১৭ অক্টোবর ২০১৯
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণ করেছে তারই সৎ বাবা। মেয়েটি সরল প্রকৃতির হওয়ার সুযোগে সৎ বাবা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করে ওই কিশোরীর মা। গত বুধবার বিকেলে রাজনগর থানার পুলিশ মেয়েটির সৎ বাবা রাসেল আহমদ (৩৫) কে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রাম থেকে আটক করেছে। মেয়েটির মা বাদী হয়ে রাজনগর থানায় মামলা (নং-০৭) করেছেন।
মামলা দায়েরের পর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রাম থেকে ওই সৎ বাবা রাসেল আহমদকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার সোলেমান আলীর সাথে প্রায় ১৬ বছর আগে বিয়ে হয় গোয়াইনঘাট উপজেলার টেকনাগুল এলাকার আফরোজা বেগমের(৩৫)। সোলেমান আলীর সংসারে তাদের এক মেয়ে সন্তানের জন্ম হয়। প্রথম স্বামীর মৃত্যুর পর আফরোজা বেগম বিগত ৫ বছর আগে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুপ্রাকান্দি গ্রামের তাবির আলীর ছেলে রাসেল আহমদের সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এ সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ২ মাস আগে রাসেল আহমদ তার স্ত্রী আফরোজাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন। তবে রাসেল তার সৎ মেয়েকে (১৫) রেখে দেন। পরে মেয়েটির মা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে গোয়াইনঘাটে নিয়ে যান। সম্প্রতি মেয়েটি তার মাকে জানায়, সুপ্রাকান্দি গ্রামে থাকাকালে গত ২ মাস ধরে সৎ বাবা রাসেল আহমদ একাধিকবার তাকে ধর্ষণ করেছে। এঘটনা জেনে আফরোজা বেগম মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করেন। এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে রাসেল আহমদকে আসামী করে রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।