রাজনীতিকে আমি কখনো ধান্দা হিসেবে নেইনি এবং নেবও না : শামীম ওসমান

সুরমা নিউজ ২৪ ডট নেট
প্রকাশিত হয়েছে : ১১:১২:১৬,অপরাহ্ন ২৮ অক্টোবর ২০১৯স্বাধীনতাবিরোধীসহ সব শক্তি মিলে দেশে একটা কিছু ঘটানোর চেষ্টা করছে বলে মন্তব্য করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন,‘এই শক্তির সঙ্গে দুর্নীতিবাজদের টাকাও যোগ হয়েছে। এইসব ষড়যন্ত্র করা হচ্ছে তখনই,যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিকে একটি জায়গায় নিতে চাচ্ছেন।’
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এলাকার অবস্থিত রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আমি দেখেছি আমার বড় ভাই সেলিম ওসমান একশত কোটির ওপরে নিজের পকেটের টাকা দিয়ে নারায়ণগঞ্জে স্কুল-কলেজ বানিয়েছে। আমার ভাই সেলিম ওসমান নিজে ঢাকা টু ময়মনসিংহ রুটে বাস চালিয়েছে। সে নিজে বাসের ছাদে করে মুরগি নিয়ে এসে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিক্রি করেছেন। সেই টাকা দিয়ে সংসার চালিয়েছে। তারপরও আমরা কারো কাছে হাত পাতি নাই, মাথা নত করি নাই, এটাই আমার বাপ-মার শিক্ষা ছিল। রাজনীতিকে আমি কখনো ধান্দা হিসেবে নেইনি এবং নেবও না।’
শামীম ওসমান বলেন,‘অনেকেই আমাকে বলেছেন, ‘‘আপনি বারবার বলেন ইলেকশন করবেন না।হ্যাঁ।আমিও বলি আমি ইলেকশন করব না। ৯০ শতাংশ সত্য আমি ইলেকশন করব না, যদি আমার নেত্রীর ওপর কোনো আঘাত না আসে। কারণ এটা আমার পেশা না।’
তিনি বলেন, ‘আমার ক্ষুধা ভয় লাগে না।কারণ আমার বাবা পঁচাত্তরে যখন জেলে ছিলেন তখন আমি এক বেলা ভাত খেয়েছি আর এক বেলা খাই নাই।বাংলাদেশের সবচেয়ে ধনী পরিবারের লোক ছিলাম আমরা।’
অনুষ্ঠানে আগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন,‘তোমাদের লাইফ কিন্তু সামনে কঠিন। এখনই সময় এসেছে সবাই মিলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার।তোমরা ভালো মানুষ হও।ভালো মানুষ হতে হলে ভালো ফলাফল করতে হবে। তুমি যদি জীবনে কিছু করতে চাও? সবার আগে তোমার মা-বাবার প্রতি দায়িত্ব পালন করো।’
স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুর ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো.মজিবুর রহমান ও অধুনালুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান,সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজুসহ স্থানীয় নেতৃবৃন্দ।