রাজনীতি, ক্রীড়াঙ্গন, সব জায়গায় ছিলো তার বিচরণ

আব্দুর রৌফ আব্দুল
প্রকাশিত হয়েছে : ৬:৪৯:১৭,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯সাদেক হোসেন খোকা। আমাদের প্রিয় খোকা ভাই চলে গেলেন না ফেরার দেশে। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন ক্রীড়া প্রেমিক। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথম সাদেক হোসেন খোকা বিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তাঁর দল সরকার গঠন করলে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা সাদেক হোসেন খোকা ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন।
১৯৯৪ সালে আমি তখন মিরপুর ফুটবল একাদশের হয়ে খেলি কোচ মানু ভাইর অধীনে। নারায়ণগঞ্জ স্টেডিয়ামের নামকরণ করা হয় ওসমানীর স্টেডিয়াম। এ উপলক্ষে নারায়ণগঞ্জ ফুটবল একাদশের সাথে প্রীতি ম্যাচের সময় খেলোয়াড়দের সাথে পরিচয় পর্বে মিলিত হন তৎকালীন যুব ও ক্রীড়া মন্ত্রী সাদেক ভাই। আমার সাথে করমর্দনের সময় আমি ওসমানীর এলাকার বলতেই তিনি আমার সাথে কুশল বিনিময় করেন। খোকা ভাইর মৃত্যুতে আমরা ওসমানী স্পোর্টিং ক্লাব দয়ামীর গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
খোকা ভাই আমৃত্যু তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। খোকা মানুষকে নিয়েই রাজনীতি করেছেন। জনপ্রতিনিধিত্ব করেছেন দীর্ঘ সময়। এমপি-মন্ত্রী-মেয়র পদে থেকে ঢাকার মানুষের হৃদয় জয় করেছেন খোকা। সাদেক হোসেন খোকা একজন দক্ষ সংগঠকও ছিলেন। রাজপথের আন্দোলনে তিনি ছিলেন অগ্র সেনানী।
স্মৃতিচারণ : সাবেক ফুটবলার মিরপুর ফুটবল একাদশ ঢাকা, সাধারণ সম্পাদক ওসমানী স্পোর্টিং ক্লাব দয়ামীর।