রাবেয়া চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট বৃত্তি পরীক্ষা আগামী শুক্রবার

ওসমানীনগর প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ৮:২১:০৭,অপরাহ্ন ৩০ অক্টোবর ২০১৯ওসমানীনগরের রাবেয়া চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ১০ম বৃত্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর, শুক্রবার গোয়ালাবাজারস্থ উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়ন গার্লস স্কুলে অনুষ্ঠিত হবে। এবার উপজেলার ৩৩টি বিদ্যালয়ের ২শ’৫৭জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলা, অংক, ইংরেজি, সমাজ ও বিজ্ঞান বিষয়ের উপর উক্ত পরীক্ষা শুক্রবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টা ও দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা ২শিফটে নেওয়া হবে।
ট্রাস্টের চেয়ারম্যান আলী আমজদ চৌধুরী সিজু জানান, প্রতি বছর চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।