রাহি, রেজা ও জাকিরের দুর্দান্ত পারফরম্যান্সে বড় জয় সিলেটের

স্পোর্টস প্রতিবেদক
প্রকাশিত হয়েছে : ৪:৩২:০৮,অপরাহ্ন ২০ অক্টোবর ২০১৯বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাহির দুর্দান্ত বোলিংয়ে ২৭৩ রানে গুটিয়ে গেছে মাহমুদউল্লাহর ঢাকা মেট্রো। এর আগে তারা প্রথম ইনিংসে করে ২৪৬ রান। সিলেট প্রথম ইনিংসে করে ৩১৯ রান। ঢাকার মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ১১১ রান। আবু জায়েদ রাহি ৪ উইকেট নিয়ে ঢাকাকে ধ্বসিয়ে দেন। ২০১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে তান্নার সেঞ্চুরী ও জাকিরের ফিফটিতে ৮ উইকেটে ঢাকাকে হারিয়েছে সিলেট । প্রথম ইনিংসে রেজা নেন ৪ উইকেট। জাকির করেন ১ম ইনিংসে ৭১ ও ২য় ইনিংসে করেন ৭২ রান।
তৃতীয় দিন শুরু করেন ঢাকা মেট্রোর দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ নাঈম ও রাকিন আহমেদ। তবে বেশিদূর এগোতে পারেননি তারা। দিন শুরু করে সিলেটের বোলারদের সামনে বিপর্যয়ে পড়ে আরাফাত সানির দল। তবে সেই বিপর্যয় সামাল দেয় মাহমুদউল্লাহর ব্যাট। ৭৪ রানে ৪ উইকেট হারানো ঢাকা মেট্রোকে দুইশ পেরোনো সংগ্রহ এনে দেন তিনি। আজ চতুর্থ ও শেষদিন সিলেটের সামনে টার্গেট ছিল ২০১ রানের । সেটা সহজেই পেরিয়ে গেছে অলক কাপালির দল।